ফেনী: বন্ধুদের সাথে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় অবস্থিত জিপিএইস কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ ইউনুস (১৮) ও মোহাম্মদ শাহজাহান (১৮)। তারা দুইজনই ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের বাসিন্দা।
[238991]
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, বৃহস্পতিবার সকালে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা থেকে ৬ বন্ধু তিনটি মোটরসাইকেলযোগে উপজেলার কুমিরা ইউনিয়নের আকিলপুর সমুদ্র সৈকতে বেড়াতে আসে। সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে জিপিএইস কারখানার সামনে একটি ভ্যান গাড়ি উল্টো পথে আসছিল। এ সময় এক মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে অবৈধভাবে থাকা বালির উপর মোটরসাইকেল তুলে দেয়। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়। এসময় পেছন থেকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়দের দাবী, মহাসড়কের পাশে অবৈধ ইট বালির ব্যবসা ও উল্টো পথে ভ্যান গাড়ি আসার কারণে দুর্ঘটনায় তরতাজা দুটি প্রাণ অকালে ঝরে গেলো।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ফিরোজ ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছি।’
[238990]
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুবিন বলেন, ‘স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এসএস