ঢাকা: সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির ঘোষণা প্রত্যাখান করে বাৎসরিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর বাহিরে শ্রম আইনের ১৩ এর ১ ধারায় বন্ধ রয়েছে আরো ৬ টি কারখানা।
[239496]
শিল্প পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুরসহ আশেপাশের এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে সরকার ঘোষিত বাৎষরিক ইনক্রিমেন্ট প্রত্যাখ্যান করে বাৎষরিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন শুরু করে। পরবর্তীতে ওই এলাকার অন্তত ১০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে মালিক পক্ষ। এর বাহিরে শ্রম আইনের ১৩ এর ১ ধারায় আরো ৬টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
এবিষয়ে শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাহবুবুল হক সজীব জানান, শ্রমিক অসন্তোষের জেরে কোন ধরনের সংঘর্ষ বা ভাংচুরের ঘটনা না ঘটলেও যে কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন হয়েছে।
এসএস