যৌতুক ছাড়া বিয়ে করায় ১১ দম্পতি পেল জামায়াতের বিশেষ উপহার

  • রংপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৪:৫০ পিএম

রংপুর: যৌতুক না নিয়ে বিয়ে করায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার ১১ দম্পতিকে বিশেষ উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গঙ্গাচড়া সরকারি মডেল হাইস্কুল মাঠে ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের মাধ্যমে নব দম্পতিদেরকে খাট, তোষক, কম্বল, আলমারি, স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ গৃহস্থালিতে ব্যবহৃত নানা জিনিস উপহার দেয় উপজেলা জামায়াতে ইসলামী।

জানা গেছে, গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আর্থিকভাবে অসচ্ছল কন্যাদায়গ্রস্ত পরিবারকে খুঁজে বের করে ঢাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিলো। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। আয়োজনে সহযোগীতা করেছে একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা।

যৌতুক ছাড়া বিয়ে করায় এই বিশেষ উপহার পাওয়ার তালিকায় ছিলেন রংপুর নগরীর লোকমান ও আরফিনা দম্পতি। লোকমান সোনালী নিউজকে বলেন, ‘যৌতুক নেওয়া ও দেওয়া ইসলামী শরিয়ায় মোতাবেক হারাম। আর আমি একজন মুসলিম হয়ে কেন মানুষের টাকার প্রতি লোভ করবো? এই জন্য আমি আমার সাধ্য অনুযায়ী যৌতুক ছাড়া বিয়ে করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি আমার মুসলিম ভাইদের উদ্দেশে বলতে চাই, আপনারা বিয়ের সময় শ্বশুরের পরিবারের লোকজনকে কষ্ট দিয়ে কিছু নেবেন না। কাউকে কষ্ট দিয়ে কিছু নিয়ে সুখে থাকা যায় না।’

এবিষয়ে গংঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির নায়েবুজ্জামান নায়েব বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এ আয়োজন। যারা বিয়ের আয়োজন করতে অক্ষম তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এর আগেও বিভিন্ন সময় ১২টি বিয়ের আয়োজন করেছি। সুন্দর সমাজ বিনির্মাণে জামায়াত এমন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।

নবদম্পতিদের এই বিশেষ উপহার প্রদান অনুষ্ঠানে জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, উপজেলা নায়েবে আমির তাজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, গঙ্গাচড়া ইউনিয়ন আমির মনিছুর রহমান, জামায়াত নেতা শরিফুল হুদা দুলাল প্রমুখ।

এসএস