নড়াইল: নড়াইলে সরকারি ভিক্টোরিয়া কলেজে অনার্স পড়ুয়া এক তরুণীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কড়োলা ইউনিয়নের নিরালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাফিয়া খাতুন নিরালী গ্রামের ইসহাক মোল্যার মেয়ে।
আহত রাফিয়া খাতুন বলেন, সকালে আমাদের প্রতিবেশী আমানত মোল্যার বাড়িতে ঝগড়া বাধে। ঝগড়া শুনে আমি পাশে দাঁড়িয়ে ঝগড়া দেখি। এ সময় আমানত মোল্যার বখাটে ছেলে আবির মোল্যা (২৫) প্রথমে আমাকে দায়ের আছাড়ি দিয়ে আঘাত করে। পরে আবার আমাকে কুপিয়ে জখম করে।
[239496]
আহত রাফিয়ার ভাই আশরাফুল ইসলাম বলেন, আমানত মোল্যার ছেলে আবির মোল্যা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে আমার বোনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। তাকে প্রথমে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আবির মোল্যা এর আগেও এলাকায় এরকম অনেক ঘটনা ঘটিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান।
এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আবির মোল্যার মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এসএস