রাজাপুরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৫:২২ পিএম

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ইজিবাইক চাপায় সোলাইমান হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া কৃষি ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোলাইমান ইন্দ্রপাশা এলাকার মুদি দোকানি জসিম উদ্দিনের ছেলে। সে বাঘড়ি বাজার জামে মসজিদ সংলগ্ন হাফিজি মাদ্রাসার ছাত্র ছিলো।

[239738]

নিহতের বোন জামাই হৃদয় হাওলাদার জানান, গালুয়া বাজারে রাস্তা পারাপারের সময় ভান্ডারীয়াগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক পিছন থেকে সোলাইমানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, মাদ্রাসা ছুটির পর শিশুটি তার ভগ্নিপতির সঙ্গে ঘুরতে গিয়ে গালুয়া বাজারের রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে একটি ইজিবাইক চাপা দেয়।  পরে ওই ইজিবাইকেই তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএস