ভৈরবে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষ, নারীসহ নিহত ৫

  • কিশোরগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:০৬ এএম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ নারীসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ যাত্রী এবং সিএনজি চালক রয়েছেন।  তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, একটি কাভার্ড ভ্যান ভৈরবের দিকে আসার সময় আরেকটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় মাঝখানে পড়ে যায় সিএনজিটি। পেছনের কাভার্ড ভ্যানটি সিএনজিকে ধাক্কা দিলে সেটি সামনে থাকা আরেকটি কাভার্ড ভ্যানের নিচে গিয়ে চাপা পড়ে। মুহূর্তেই সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক ও চার যাত্রী প্রাণ হারান।

[239790]

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজি ও কাভার্ড ভ্যান দুটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে গেছে। মরদেহগুলো উদ্ধার করে শনাক্তের জন্য ভৈরব থানায় আনা হয়েছে।

ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন জানান, নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে এবং কাভার্ড ভ্যানের চালককে আটকের চেষ্টা চলছে।

এসএস