মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা ও বিজয় দিবস পালিত 

  • বরগুনা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০১:৪০ পিএম
ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান করে বরগুনা জেলা প্রশাসন। 

সংবর্ধনা অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

[239794]

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ ইব্রাহীম খলীল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস অনুষ্ঠানে সভাপতি করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্হানীয় সরকার পরিচালক মোঃ তানজিম আহমেদ, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা, সাবেক যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক, সাবেক সভাপতি বিএনপি কার্য নির্বাহী পরিষদের সদস্য নজরুল ইসলাম মোল্লা, পাবলিক প্রসিকিউটর এডভোকেট নূরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার সহ প্রমুখ। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদের প্রতি দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং লএকুশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল সাতটায় গণকবরে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। দিবসটি উপলক্ষে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

এসআই