পাবনায় ট্রলির চাপায় পুলিশ সদস্য নিহত, আটক ২

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৫:৫১ পিএম

পাবনা: পাবনা সদর উপজেলার শ্রীপুরে বালুবোঝাই ট্রলির চাপায় মাসুদ রানা (২৪) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোস্তাফিজুর রহমান (৩৬) নামের আরও এক পুলিশ কনস্টেবল। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাসুদ রানা সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার কনস্টেবল নং ১৬৭৩। তিনি নওগাঁ সদর উপজেলার উলিপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

[240054]

আর আহত কনস্টেবল মোস্তাফিজুর রহমান একই ফাঁড়িতে কর্মরত। তার কনস্টেবল নং ১৫৭৮। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। 

এদিকে ঘটনার পর পরই অভিযুক্ত ট্রলি চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তারা হলেন, ট্রলি চালক পাবনা সদর উপজেলার চর বলরামপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে কাওছার প্রামানিক (২০) ও তার সহযোগী একই গ্রামের মোঃ কালু বিশ্বাসের ছেলে আহাদ বিশ্বাস (১৬)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ জানান, পাবনা পুলিশ লাইনস এর কাজ শেষে দুপুরে মোটরসাইকেল যোগে কনস্টেবল মাসুদ রানা ও মোস্তাফিজুর রহমান সুজানগরের কামালপুর পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন। এ সময় শ্রীপুরে পৌঁছালে পাশের রাস্তা থেকে বালুবোঝাই ট্রলিটি গিয়ে সরাসরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যায়। আহত মোস্তাফিজুর রহমানকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

[240014]

এ সময় স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রলিচালক ও তার সহযোগীকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও অভিযুক্ত দুইজনকে আটক করে সদর থানায় নিয়ে আসে। 

সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ।  

এসএস