সাভার: ঢাকার সাভারে চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে কমপক্ষে চার জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকা থেকে সিঅ্যান্ডবি এলাকা পর্যন্ত ওয়েলকাম পরিবহনের একটি বাসে এই ডাকাতির ঘটনা ঘটে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে ডাকাতরা নেমে যায়। আহত চার জনের মধ্যে শামীম হোসেন গুরুতর আহত হয়েছেন। তবে বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহত হারুন-অর-রশিদ বলেন, উলাইল এলাকার একটি গার্মেন্টসে গিয়েছিলাম। উলাইল স্ট্যান্ড থেকে আমি ওয়েলকাম পরিবহনের একটি গাড়িতে উঠি। মহিলাদের আসনের যে চারটি সিট থাকে, সেই সিটে বসেছি। সেখানে আগে থেকেই তিন যাত্রী বসা ছিল। তারা আমাকে জানালার পাশের সিটে বসতে বলেন। তাদের কথামতো জানালার পাশের সিটে বসার প্রায় পাঁচ মিনিট পর হঠাৎ তারা দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়। উলাইল থেকে সাভার পার হওয়ার সময় পাশে বসা তিন জন উঠে দাঁড়িয়ে যায়। তারা যাত্রীদেরসহ আমাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমার মানিব্যাগসহ পকেটে যা ছিল সবই বের করে নেয়।
তিনি আরও বলেন, আমার সামনের যাত্রীকে ছুরিকাঘাত করেছে, সেটা আমি বুঝতে পারি নাই। পরে রক্ত দেখে বুঝেছি, তাকে ছুরিকাঘাত করেছে। রক্ত দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরে সব যাত্রী আতঙ্কে যার কাছে যা ছিল সব ডাকাতদের দিয়ে দেয়। সাভার পার হওয়ার পর থেকে ডাকাতরা ডাকাতি শুরু করে। ডাকাতরা বাসে কখন উঠেছে এটি জানি না।
আশুলিয়া থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের চালক ও হেলপারকে আটক করেছে । এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম