ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উদ্যোগে বরুড়ায় শীতবস্ত্র বিতরণ

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৪:৪৯ পিএম
ছবি : প্রতিনিধি

কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব শাহ আলম, বরুড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজার ও ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন।

[240165]

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শিক্ষক মো: মুজিবুর রহমান মজুমদার, অ্যাডমিশন অফিসার গোলাম রাব্বানী, আহসানুল হক, কবির হোসেন, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপক সরকার কবির, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সাখাওয়াত অভি, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সাবেক সভাপতি গাজী ওবায়দুল হক, মো: ইয়াসিন মিয়া, ইদ্রিস তালুকদার, গ্লোবাল ইসলামি ব্যাংক কুমিল্লা শাখা ব্যবস্থাপক শাহনুর আলম। ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির মো: মাহাদী হাসান অনিক, মোবাশ্বির, হুমায়ুন কবির সবুজ, শাহ আলম, মোহাম্মদ আলামিন বাবলু ,ফারুক হোসেন, টিটু রঞ্জন, সাবেক সাধারণ সম্পাদক শাহপরান, ছোটতুলাগাও মহিলা কলেজে এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি সাবরিনা জাহান শান্তাসহ বরুড়া উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বরুড়ার কৃতি ও গুণী সন্তান। তিনি বিভিন্ন দুর্যোগে বরুড়ার মানুষের পাশে দাড়িয়েছেন। এবং ভবিষ্যতেও দরিদ্র মানুষের জন্য সেবা ও সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

দিনব্যাপী বরুড়ার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কম্বল, মোজা, সোয়েটারসহ ২৫,০০০০ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসআই