কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসি মুনিরুল ইসলামের অপসারণের দাবীতে উপজেলা বিএনপির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামতলা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
[240266]
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম বাচ্চু, কাজী আলাউদ্দিন মন্ডল, মোকলেছুর রহমান, রোকনুজ্জামান, রইচ উদ্দিন বাদশা, মামুন ব্যাপারী, উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল্লা আল মামুন বাবু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অনতিবিলম্বে সাবেক এমপি সাইফুর রহমান রানাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, ওসি মুনিরুল ইসলামের অপসারণ ও বিএনপির বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক শাহীন শিকদারের অবৈধ কর্মকান্ডের বিচার দাবী করেন। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিজয় স্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে বাকবিতন্ডার জের ধরে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়। পরবর্তীতে উভয় পক্ষ ভূরুঙ্গামারী থানায় দুটি করে পৃথক ৪টি মামলা দায়ের করে। এঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এসএস