মেঘনায় মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার

  • চাঁদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৩:৫১ পিএম

ঢাকা: চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজে ছয়জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই জাহাজ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

জেলার নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, নদীতে নোঙর করা এমভি আল বাখিরা লাইটার জাহাজের বিভিন্ন স্টাফ রুমে মরদেহ পড়ে ছিল। ধারণা করা হচ্ছে ডাকাতের হামলায় তাদের মৃত্যু হয়েছে।

নৌ-পুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পণ্যবাহী নৌ যানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তারা সন্দেহ করছেন, শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

[240311]

নৌ পুলিশ আরও জানায়, নৌযানটি চাঁদপুর সদর থানাধীন মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় ছিল। সেটিতে সার পরিবহন করা হচ্ছিল। নিহতেরা নৌযানটির চালক ও অন্যান্য কর্মী হতে পারেন।

পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে তারা সোমবার বেলা তিনটার দিকে নৌযানটির কাছে যান। সেখানে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন তারা।   নৌ যানটির নাম এম ভি আল-বাকেরা। এর মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ।

এআর