সাভার: সাভারে ঠিকানা পরিবহনের বাসের চাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় বাস চালককে গ্রেপ্তারসহ ৬ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে মহাসড়কে প্রায় আড়াই ঘন্টা যানচলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তীতে পড়েন সড়ক ব্যবহারকারীরা।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলায় এই সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
[240323]
শিক্ষার্থীরা জানান, শনিবার ভোরে বন্ধুদের সাথে খেজুরের রস খেয়ে সাভার সিআরপিতে ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় শিক্ষার্থী প্রত্যয় সরকারকে ধাক্কা দেয় ঠিকানা পরিবহনের একটি বাস। এসময় তাকে আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের সহপাঠীসহ সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঠিকানা পরিবহনের বাসের চালক-হেলপারকে গ্রেপ্তারসহ নিরাপদ সড়কের দাবিতে রোববার দুপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তবে, এখনো চালক ও হেলপার গ্রেপ্তার না হওয়ায় আজ দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা চালক-হেলপারকে গ্রেপ্তারসহ ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
[240308]
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যানচলাচল শুরু হয়। বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক আছে।
এসএস