হেনস্তার শিকার সেই মুক্তিযোদ্ধাকে গ্রেফতারের দাবি

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ১২:৫৬ পিএম

কুমিল্লা: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচার এবং দেশবিরোধী বক্তব্য দেওয়ায় কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গ্রেফতার দাবিতে চৌদ্দগ্রামে ফ্যাসিবাদবিরোধী ছাত্রসমাজের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মামুন মজুমদার।

[240477]

বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের সময়ের সন্ত্রাসী, অস্ত্রধারী এবং হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে। জুতার মালা পরানোর ঘটনাকে পুঁজি করে মুক্তিযোদ্ধা কানু দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি দেশের বিরুদ্ধে কথা বলছেন। অথচ তিনি নিজেই ৯ মামলার আসামি। অনতিবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

এ সময় ছাত্রনেতা জাহিদ তালুকদার, আবুল হাসনাত সিয়ামসহ বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও কৃষক লীগ নেতা আব্দুল হাই কানু বাজার করতে বের হন। এ সময় তাকে স্থানীয় কয়েকজন ধরে নিয়ে যায় কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে তার গলায় জুতার মালা পরিয়ে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়। এ ঘটনার পর থেকেই অভিযুক্তরা পালিয়েছেন। ঘটনার পর দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় ১০০ কোটি টাকার একটি মানহানি মামলা করেছেন সেই মুক্তিযোদ্ধা। বিষয়টি নিয়ে সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারের বিতর্কিত মন্তব্য করার পরই বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদবিরোধী ছাত্র সমাবেশের ডাক দেয়।

এম