আশুলিয়ায় পরিবেশ দূষণের দায়ে সিসা তৈরীর কারখানা বন্ধ

  • সাভার (ঢাকা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৩:৪৮ পিএম

সাভার: সাভারের আশুলিয়ায় পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় পরিবেশ দূষণের দায়ে ওই অবৈধ কারখানাটি বন্ধ করে দিয়ে মেশিনপত্র জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার কুরগাও পুরাতন পাড়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

[240475]

অভিযান থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, দীর্ঘ দিন ধরেই স্থানীয়দের অভিযোগ কারখানাটিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরী করা হয়। সিসা তৈরীর সময় পরিবেশসহ জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে বলেও স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ। সেই অভিযোগের সত্যতা খুঁজতে বৃহস্পতিবার কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ কারখানাটির মাধ্যমে পরিবেশের ক্ষতির প্রমাণ পাওয়া যাওয়ায় কারখানাটি বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি জব্দ করা হয় মেশিনপত্র। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযানের খবর পেয়ে কারখানা মালিক গা ঢাকা দিলেও এক শ্রমিককে আটক করা হয়েছে। 

এসএস