নড়াইল: নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পঁচিশা মহিষখোলা প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে স্থানীয় ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ হাজার দর্শনার্থী ভিড় জমান।
দর্শনার্থীরা বলেন, বাঙালির একটি ঐতিহ্যবাহী খেলা ষাঁড়ের লড়াই। একসময় গ্রাম বাংলার বিভিন্ন এলাকায় ঐতিহ্যবাহী এ খেলা অনুষ্ঠিত হতো। কিন্তু এখন আর তেমন চোখে পড়ে না। গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখা উচিত।
[240484]
নড়াইল শহর থেকে ষাঁড়ের লড়াই দেখতে আসা স্বপন কুমার দাস বলেন, ‘আগে অনেক জায়গায় ষাঁড়ের লড়াই দেখছি। এখন তেমন দেখা যায় না। নতুন প্রজন্ম ঐতিহ্যবাহী এই খেলা ভুলতে বসেছে। এখানে লড়াই হবে শুনে, ঘুরতে ঘুরতে চলে আসলাম। এসে দেখি আমার মত হাজার হাজার মানুষ এখানে এসেছে। প্রতিযোগিতায় অংশ নিতে অনেকগুলো ষাঁড়ও এসেছে। অনেকদিন পর ষাঁড়ের লড়াই দেখতে পেরে ভালোই লাগছে।’
আয়োজকরা জানায়, প্রতিযোগিতায় ১৬ টি ষাঁড় অংশ নিয়েছে। এরমধ্যে প্রথম হয়েছে মনিরামপুর থেকে আসা কামাল মণ্ডলের ষাঁড়, দ্বিতীয় স্থানে ছিল অভয়নগেরর মো. তাওহিদের ষাঁড় এবং তৃতীয় হয় ধোপাখোলা এলাকার মাহবুবুর রহমানের ষাঁড়। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। আর ষাঁড়গুলো যাতে এলোমেলো দৌড় দিয়ে দর্শকদের আহত করতে না পারে সেজন্য মাঠের চারপাশে বাঁশের বেড়া দেয়া হয়েছিল। কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সুন্দরভবে এ খেলা শেষ হয়েছে।
আয়োজক জিকো আহমেদ বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছে। এতে মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
এসএস