সিলেট: ভারতীয় খাসিয়ার গুলিতে অবৈধভাবে ভারতে প্রবেশকারী সবুজ মিয়া (২২) নামের বাংলাদেশি আরেক নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
সবুজ মিয়া (২২) গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ মিয়াসহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের এলাকায় প্রবেশ করে। তাদের মধ্যে দ্বন্দের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক গাঁদা বন্দুক দিয়ে ছররা গুলি করে। এতে সবুজ মিয়া গুলিবিদ্ধ হয় এবং তার দেহ ভারতের অভ্যন্তরে রয়ে যায়।
[240581]
গোয়েন্দা সুত্রে ঘটনা জানার সাথে সাথে বিজিবি টহলদল দ্রুত পিলারের নিকট গমন করে। কিছুক্ষণ পর সবুজ মিয়ার পরিবারের সদস্যরা বিজিবি টহলদলকে জানায় যে, সবুজকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে রাতে পৌনে ১২ টায় জানা যায় যে, দুরবর্তী জঙ্গল এলাকা দিয়ে তার সহযোগীরা সবুজকে বাংলাদেশে নিয়ে এসেছে এবং তার পরিবারও লাশ পাওয়ার বিষয়টি বিজিবিকে জানায়। একইসাথে তারা বিষয়টি পুলিশকেও অবগত করে।
এবিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, ভারতীয় ৪ বিএসএফের কমান্ড্যান্ট এর সাথে আলোচনা করা হয়েছে এবং অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
আইএ