রাতের আঁধারে এতিমদের দুয়ারে ঠাকুরগাঁওয়ের ডিসি

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৩:২৫ পিএম
ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শীতের রাতে উষ্ণতার কম্বল নিয়ে ছিন্নমূল ও এতিম শিশুদের দুয়ারে দুয়ারে ছুটছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ঘন কুয়াশার মধ্যে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ এলাকার দুটি এতিমখানায় গিয়ে এতিম শিশুদের হাতে কম্বল তুলে দেন তিনি।

এসময় এসব এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক। সেই সাথে জেলা প্রশাসকের নিহত বাবার জন্য দোয়াও করেন এতিম শিশুরা।

[240866]

জানা যায়, তীব্র শীতের পাশাপাশি গত দুই দিন ধরে সুর্যের দেখা নেই ঠাকুরগাঁওয়ে। যার ফলে শীতের প্রাদুর্ভাব বেড়েছে। বইছে হিমেল হাওয়া। এজন্য শীতার্ত মানুষদের উষ্ণতা দিতে রাতের আঁধারে গাড়িতে কম্বল নিয়ে ছুটে চলছেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

বিতরণ কালে সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, উত্তরের এই জেলায় শীত অনেক বেশি। আমরা আগে থেকেই শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। একটু উষ্ণতা দিতে সরকারের পক্ষ থেকে বাড়িতে বা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে গিয়ে দেয়া হচ্ছে। রাত বা দিন বলে নয়, মানুষের সেবা করাই আমাদের কাজ।

এসআই