পাথরঘাটায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করল ছাত্রলীগের সন্ত্রাসীরা

  • বরগুনা প্রতিনিধি :  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৬:২০ পিএম
নিহত যুবদল কর্মী নাসির হাওলাদার। 

বরগুনা: ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালী থেকে বাড়ি ফেরার পথে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। বুধবার (১ জানুয়ারি) বেলা ২টার সময় এই ঘটনা ঘটে। নিহত যুবদল কর্মীর নাম নাসির হাওলাদার। 

এদিকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগে প্রায় দুই শতাধিক ছাত্রদলের নেতাকর্মী সন্দেহভাজন হত্যাকারীদের খোঁজে এলাকায় নামলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনা নিয়ে পাথরঘাটায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

নিহত যুবদল কর্মী বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও একই ওয়ার্ডের যুবদল কর্মী। তার পিতার নাম মোহাম্মদ শাহজাহান হাওলাদার। 

[240866]

জানা গেছে, উপজেলা ছাত্রলীগের কর্মী রাব্বি ও হাসান সকালে এলাকার একটি চায়ের দোকানে বসে সিগারেট টেনে নাসিরের মুখের দিক ধোঁয়া ছোড়ে। এনিয়ে কথা-কাটাকাটি হলে এক পর্যায়ে নাসির ওদেরকে থাপ্পর দেয়। পরবর্তীতে স্থানীয় যুবদল সভাপতি বিষয়টি মিটমিট করে দেয়। সকালের ঘটনার জের ধরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তারা পথ আটকিয়ে ৭/৮ মিলে কুপিয়ে হত্যা করে। রাব্বি ও হাসান আওয়ামী লীগের অঙ্গ সংগঠন পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের কর্মী। 

পাথরঘাটা উপজেলা পিএনপির সভাপতি ফারুক চৌধুরী বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন নাসির, সেখান থেকে বাড়ি ফেরের পথে আওয়ামী সন্ত্রাসীরা নাসিরের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। আমরা খবর পেয়ে সাথে সাথে নাসিরকে হাসপাতালে নিয়ে আসি, হাসপাতাল কর্তৃপক্ষ নাসিরকে মৃত্যু ঘোষণা করেন। 

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এরা সন্ত্রাস, হত্যা, গুমসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। সেই নেশা এখনো কাটিয়ে উঠতে পারেনি। আমরা প্রশাসনের কাছে দ্রুত এই হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানাই। 

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। পাথরঘাটা থেকে বের হওয়ার প্রত্যেকটা পয়েন্টে আমরা চেক পয়েন্ট বসিয়েছি যাতে হত্যাকারী কিছুতেই পালিয়ে যেতে না পারে। আমরা দ্রুত হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। 

আইএ