রাজশাহী: রাজশাহীর মোহনপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। তারা তিনজনই একই মোটরসাইকেলের আরোহী ছিলেন। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নওগাঁ মহাসড়কের কালিতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থে পৌঁছে হতাহতদের উদ্ধারের ব্যবস্থা করে।
[240888]
মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী এবং আরেকটি মোটরসাইকেলের দু’জন আরোহী রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি কেশরহাট পৌরসভার কালিতলা মৌড়ে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন আরোহী নিহত হন। পরে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধারের ব্যবস্থা করে।
নিহতরা হলেন, নওগাঁর দক্ষিণ চকবালু গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাউসার (১৯), সেকেন্দার রহমানের ছেলে কাউসার রহমান (১৮), আসাব আলীর ছেলে পলাশ (১৫)।
অপরদিকে আরেক মোটরসাইকেলের আরোহীর শ্রী সন্তু (৩০) গুরুতর জখম হলে স্থানীয় পথচারী তাকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এসআই