স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০১:২৮ পিএম

চুয়াডাঙ্গা : এবার চুয়াডাঙ্গার একটি সরকারি প্রাইমারি স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে এ লেখা ভেসে ওঠে।

স্থানীয়রা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

[240928]

আন্দুলবাড়ীয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের ডিজিটাল বোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের আগে ভেসে ওঠায় স্থানীয় লোকজন দেখেই মোবাইল ফোনে জানায়। পরে দ্রুত বিষয়টি শাহাপুর ক্যাম্পের আইসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। পরে ইউএনও এবং উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন।

এ বিষয়ে জীবননগর উপজেলার ইউএনও আল আমিন বলেন, ‘এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে কমিটি। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমটিআই