লাশের অংশ বিশেষ মিলেছে আখ ক্ষেতে

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৪:৫৭ পিএম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের একটি আখ ক্ষেত থেকে লাশের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ঝাপরতলী মাদ্রাসা সংলগ্ন রোপনকৃত আখ ক্ষেত থেকে তা উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা জানায়, ঝাপরতলী ঈদগা মাঠ হামিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় পড়ুয়া ১০ বছর বয়সী শিশু মোঃ নোমান ইসলাম গত ৩০ নভেম্বর নিখোঁজ হয়। 

খোঁজাখুঁজির পর না পেলে নিখোঁজের সাতদিন পর থানায় সাধারণ ডায়েরী করেন স্বজনরা। তারপরেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশুটির।

[241044]

পরিবারের দাবি নিখোঁজ হওয়া শিশুর পরিহিত কাপড় দেখে বোঝা যায় লাশের অংশ বিশেষ ওই শিশুর। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের অংশ বিশেষ নিয়ে আসেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান জানান, বিষয়টি তদন্ত করছে পুলিশ। লাশের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। পরে জানা যাবে প্রকৃত ঘটনা এটি হত্যাকাণ্ডে নাকি অন্য কিছু।

আইএ