কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহননের চেষ্টা করেছেন এক যুবক।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পালংখালী বাজারে প্রকাশ্যে এই ঘটনা ঘটিয়েছেন পালংখালী ইউপির ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোহাম্মদ বাদশার পুত্র মোহাম্মদ ফয়সাল (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি চায়ের দোকান থেকে ছুরি নিয়ে ফয়সাল হঠাৎ করে নিজেকে নিজে আঘাত করে মাটিতে লুটিয়ে পড়েন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় পার্শ্ববর্তী গয়ালমারা এলাকায় একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থার হাসপাতালে নিয়ে যায়।
[241143]
স্থানীয় ইউপি সদস্য (৮ নং ওয়ার্ড) ফয়েজুল ইসলাম জানিয়েছেন, কণ্ঠনালিতে আঘাতপ্রাপ্ত ওই যুবকের অবস্থা আশংকাজনক এবং উন্নত চিকিৎসার জন্য এম্বুল্যান্স যোগে তাকে অন্য একটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে ফয়সাল মান-অভিমান থেকেই এমন কান্ড ঘটিয়েছেন। তবে এবিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া না গেলেও হাসপাতালে তার পাশে থাকা এক বন্ধুর বরাতে জানা গেছে, মৃদুস্বরে সে বলছিলো– ‘ফয়সাল বেঈমান না।’
উখিয়ার থানার আওতাধীন বালুখালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, কেন এই ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত চলমান এবং বর্তমানে ওই যুবকের চিকিৎসা চলছে।
এসএস