ডিসির মোবাইল নম্বর হ্যাক করে টাকা চাইলো প্রতারক চক্র

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০১:২৯ পিএম
ডিসির মোবাইল নম্বর হ্যাক করে টাকা চাইলো প্রতারক চক্র
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের অফিসিয়াল মোবাইল নম্বর ০১৭১৫ ০৪৯৭২৫ টি হ্যাক করে টাকা চাইলো প্রতারক চক্র। 

এই নম্বর থেকে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ টা ৫৮ মিনিটে হোয়াইটস আ্যাপে ম্যাসেজ আসে-আর্জেন্ট ১৫ হাজার টাকা লাগবে এখন এই নাম্বারে পাঠায় দিয়েন ০১৬২৩ ৬৯২৬৯১ বিকাশ পার্সোনাল।

[241240]

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক। পাশাপাশি এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সবাই সতর্ক থাকার আহবান জানান।

তিনি বলেন, খুব দ্রুতই ব্যবস্থা নেয়া হচ্ছে। কেউ যেন ভুল করে কোন প্রতারকের খপ্পরে না পড়েন। কেউ যেন উল্লেখিত নম্বরে কোন টাকা লেনদেন না করেন । 

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এসআই

AddThis Website Tools