ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিবাজার রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি মুন্সিবাজার রেল ক্রসিংয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়।
[241246]
এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের তিনযাত্রী নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো দুইজন।
আহতদের মধ্যে অন্যদের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা উদ্ধার কাজ চালায়।
এমটিআই