কক্সবাজার: কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়ায় বসবাসরত মানুষদের উচ্ছেদ পরিকল্পনার প্রতিবাদে সড়ক ও জেলা প্রশাসনের কার্যালয় অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেছে কক্সবাজার শহরের ১ নং ওয়ার্ডের বাসিন্দারা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ টা দুপুর ১২ টা পর্যন্ত এই অবরোধ পালন করা হয়।
এতে অংশ নেয় সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়ার কয়েক হাজার মানুষ। এসময় পুরো শহরে অচলাবস্থা তৈরী হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় তারা। ফলে স্বাভাবিক হয় যান চলাচল।
[241259]
আন্দোলনকারীরা জানান, বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কথা বলে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে সরকার। কিন্তু তারা তাদের বসতভিটা ছাড়তে চায় না। সরকার উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে শহর অচল করে দেওয়ার ঘোষণা দেন তারা।
জানা যায়, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রসারণের জন্য উচ্ছেদ করার পরিকল্পনা হয় কয়েক বছর আগে। তাদেরকে পুর্নবাসন করার জন্য সরকার খুরুশকুলে আশ্রয়ণ প্রকল্পও চালু করেছে। ইতোমধ্যে কয়েক শত পরিবারকে ফ্ল্যাটও দেওয়া হয়েছে বিশেষ আশ্রয়ণ প্রকল্পে। পর্যায়ক্রমে চার হাজারেরও বেশি পরিবার ফ্ল্যাট পাওয়ার কথা রয়েছে।
এই বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ সালাউদ্দিন বলেন, আন্দোলনরতদের সাথে কথা হয়েছে। তারা বিভিন্ন বিষয়বস্তু স্মারকলিপি আকারে আমার কাছে তুলে ধরেছে।এ নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করব।
এসএস