কক্সবাজারে প্রেমিকের সাথে অভিমান করে প্রেমিকার আত্মহত্যা 

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ১১:৪৪ এএম
ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারে দরিয়ানগর এলাকায় প্রেমিকের সাথে অভিমান করে ছেনুয়ারা (১৮) নামে এক মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টার সময় নিজ বাড়িতে আত্মহত্যা করেছে বলে জানা যায়। 

নিহত ছেনুয়ারা কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের দরিয়ানগর শুকনাছড়ি চরপাড়া নূর আলমের মেয়ে।

[241291]

নিহতের পিতা নূর আলম জানান একই এলাকার মোঃ ছিদ্দিকের ছেলে শাহ আলম (২০) নামে এক যুবকের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল নিহত ছেনুয়ারার। যা পারিবারিকভাবে দুজনের বিয়ে হবার কথা ছিল। কিন্তু হঠাৎ অভিযুক্ত শাহ আলম কয়েকদিন আগে অন্য আরেকটি মেয়ের সাথে বিয়ে পাকাপোক্ত করলে এ নিয়ে শাহ আলম ও ছেনুয়ারার মধ্যে মনোমালিন্য ঘটে। এক পর্যায়ে রাতে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে নিজ বাড়িতে আত্মহত্যার পথ বেঁচে নেন।

নিহত ছেনুয়ারার মা দিলদার বেগম বলেন তার মেয়ের সাথে শাহ আলমের সম্পর্কের কথা পরিবারের সবাই জানতো। তাই প্রায় সময় একে অপরের বাড়িতে দুজনের আসা-যাওয়া থাকতো। কিন্তু শাহ আলম অন্যত্রে বিয়ে করে নিতে চাইলে তার মেয়ে আত্মহত্যা করেন। তাই নিজের মেয়ে আত্মহত্যার জন্য শাহ আলমকে দায়ী করে সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তিনি ও তার পরিবার।

দক্ষিণ কলাতলী চরপাড়া সমাজ কমিটির সভাপতি মোঃ আনোয়ার রশীদ বলেন এলাকায় দুজনের সম্পর্কের কথা তারা অবগত ছিলেন। এমনকি দুজনের বিয়ে হওয়ার ব্যাপারেও তারা জানতেন কিন্তু হঠাৎ করে শাহ আলম অন্যত্রে বিয়ের জন্য পাত্রী ঠিক করলে আত্মহত্যার পথ বেচে নেন নিহত ছেনুয়ারা।

এ ঘটনায় শাহ আলম ও তার পরিবারকে দায়ী করে কক্সবাজার সদর মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানায় নিহতের পরিবারের পক্ষ থেকে।

এসআই