হাত-পা বেঁধে রেখে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • সিরাজগঞ্জ প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ১২:৩১ পিএম
ফাইল ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে মো. সাইফুল ইসলাম নামে এক পুকুর বব্যসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

ডাকাতদল বাড়ির মালিকের হাত-পা বেঁধে জিম্বি করে স্বর্ণালংকার, মালামালসহ প্রায় ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের করণঘোশ গ্রামে এ ঘটনা ঘটে।

[241309]

এ দিকে রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বিল্ডিং বাড়ির ওয়াল করা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১০ থেকে ১২ জন ডাকাত দল। ডাকাত দলের সদস্যরা ঘরে প্রবেশ করে প্রথমে আমাকে গামছা দিয়ে হাত-পা বেঁধে রাখে। পরে ঘরে থাকা স্টিলের আলমারি, ওয়ারড্রপ ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে পাঁচ ভরি ওজনের স্বর্ণের গহনা, নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটে নেয়।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, খবর পেয়ে রাতে গিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ বিষয়ে এখনও থানায় কোন মামলা হয়নি।

এসআই