নীলফামারী: নীলফামারী জেলা কারাগারে কারাবন্দি মমিনুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ি এলাকার বাসিন্দা।
গত ডিসেম্বর মাসে একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।
[241722]
জেলা কারাগার সূত্রে জানা যায়, মমিনুর ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে ৭ জানুয়ারি তাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। এরপর, ৮ জানুয়ারি তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে মমিনুর ইসলাম (৫০) মৃত্যুবরণ করেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এসআই