পিরোজপুর: সোনালী নিউজ'সহ কয়েকটি গণমাধ্যমে ‘বিএনপি নেতা মাসুমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ওই নেতা মাসুম মিনাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে নাজিরপুর উপজেলা বিএনপি'র সদস্য সচিব আবু হাসান খান। ওই নেতা মাসুম মিনাকে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি দেয়া হয়।
[241878]
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমে অদ্য ১২ ও ১৩ তারিখে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শেখমাঠিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম মিনাকে তার দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
প্রসংগত, ওই বিএনপি নেতা মাসুম মিনা গত ৫ আগস্টের পরে জোর করে জমি দখল, চাঁদাবাজি, মারামারি, অমানবিক নির্যাতন, জোরপূর্বক জমির ফসল কেটে নেওয়া ও খাসজমি দখলের অভিযোগে গণমাধ্যমকর্মীরা সংবাদ প্রকাশ করলে নাজিরপুর উপজেলা বিএনপি এ সিদ্ধান্ত নেন।
এসআই