নীলফামারী: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব:) বলেছেন এবারের ভোট হবে আমাদের অধিকার স্থায়ীর ভোট। এবারের ভোট হবে গণতন্ত্র প্রতিষ্ঠার ভোট। নির্বাচনে মানুষের আগ্রহ সৃষ্টির ভোট।
তিনি সোমবার (২৭ জানুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজ হলরুমে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
[242613]
জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুল ইসলাম প্রমূখ।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো: সানাউল্লাহ বলেন ভোট হচ্ছে সমন্বিত ইচ্ছার ও উন্নয়নের প্রতিফলন। একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে সমাজের স্থিতিশীলতা ফিরে আসে। তিনি বলেন আগের ভোটার তালিকা কৌতুকের পর্যায়ে নিয়ে গেছে। কেউ বলেছে ভৌতিক ও কেউ বলেছে ভূয়া। একেক মানুষ আগের ভোটার তালিকা নিয়ে নানা ভাবে কৌতুক করেছে। ভালো ও সুন্দর নির্বাচনের পূর্ব শর্ত হলো ভালো ও নির্ভূল একটি ভোটার তালিকা। এবার আমরা সেই কাজটি করছি।
তিনি প্রতিটি বাড়ীতে যেয়ে নিভূল ভাবে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রতি আহবান জানান।
এসআই