ঝালকাঠি: জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে ঝালকাঠির রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়ন বিএনপি'র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) ৮ নং ওয়ার্ডের হাজী সৈয়দ আফছার উদ্দিন মেমোরিয়াল হাইস্কুল মাঠে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিকেলের পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী আসতে থাকেন। ১নং সাতুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং সাতুরিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক নূরল হাসান নান্নু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শামীম মেম্বার, রাজাপুর উপজেলা যুবদল সদস্য জাকির কাজী, সাতুরিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলামিন খলিফা, রাজাপুর উপজেলা বিএনপির সদস্য মামুন হাওলাদার(বাবু), ১ নং সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো: সজীব, ১ নং সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো : তুহিন, ১ নং সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাহিত্য সম্পাদক সৈয়দ জাকারিয়া তমাল, ৮ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মো: সোহান মাঝি প্রমুখ।
আইএ