কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তাজিনদার সিং নামে ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার রায়পুর সিংগুলা গ্রামের একটি বাড়িতে চকলেট দেখিয়ে এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টা করেন ওই নাগরিক। এ সময় তাকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার উপজেলার ইলিয়াগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুর সিংগুলা গ্রামের মোস্তফার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নাগরিক তাজিনদার সিং (৫০) দীর্ঘদিন যাবত দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে আসছেন। সেই সুবাদে সিংগুলা গ্রামের মুস্তাফার ভাড়া দেয়া মা মঞ্জিলে একটি রুম নিয়ে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সকালে শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে তার রুমে নিয়ে যায়। ঘরে নিয়ে স্পর্শকাতর জায়গায় হাত দিলে অপর আরেকটি শিশু দেখে শিশুটির মাকে খবর দেয়। শিশুটির মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত তাজিনদার সিং কে গণপিটুনি দিয়ে ঘরে আটক করে রাখে।
[246331]
বিষয়টি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ইনচার্জ মো. আমিনুল ইসলামকে জানালে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরীসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযুক্তকে ওই বাড়ি থেকে আটক করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসেন। অভিযুক্ত তাজিনদার সিং (৫০) ভারতের লদিহানা পাঞ্জাব চন্টিগর জেলার বাসিপাঠানা গ্রামের পাল সিং এর পুত্র।
এই বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক তাজিনদার সিংকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইএ