রাজশাহী: বাগমারা উপজেলার ১৫নং যোগীপাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা মো. নাজমা খাতুন ক্যান্সারে আক্রান্ত। তার বয়স ৩০ বছর। বাবার নাম মো. আবুল হোসেন। সহায় সম্পদহীন পরিবারের মেয়ে নাজমা একজন গার্মেন্টস কর্মী।
সে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ায় কেমো থেরাপি দিতে হচ্ছে। মেয়েটির ক্যানসারের ১৬নং কেমো থেরাপি দেওয়া হয়েছে। এ পর্যন্ত তার চিকিৎসা বাবদ প্রায় ৭ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আরও অনেক টাকার প্রয়োজন। তাই সমাজের বৃত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন। পবিত্র মাহে রমযান মাসে আল্লাহর রাস্তায় ফেতরা, যাকাত ও দান করুন।
অনুগ্রহ পূর্বক এই দরিদ্র মেয়েটিকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। তার ভাই মাহিন জানান, সে ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি রয়েছে।
[246472]
তার পিতার কোনো জমি-জমা নাই, আর্থিক অবস্থা অত্যান্ত খারাপ। তার কেমো থেরাপি চলমান। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে চিকিৎসার এই ব্যয়ভার বহন করা তার দরিদ্র পিতার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই আপনাদের সবার নিকট সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। অনুগ্রহ পূর্বক আপনারা যে যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দান বা সহযোগিতা করবেন।
বিকাশ পারসোনাল: ০১৭০৯-১২০১৮৪ (রোগী)।
বিকাশ পারসোনাল: ০১৮৮০-৪১১০২১ (অভিভাবক)।
নগদ পারসোনাল : ০১৭৫১-১২২৪৭৪ (অভিভাবক)। অথবা ব্যাংকের মাধ্যমে সহযোগিতা করতে পারবেন। ব্যাংক হিসাবের নাম: নাজমা, সঞ্চয়ী হিসাব নং: ০১০০০৮৭৫৯১৪২০
জনতা ব্যাংক পিএলসি, বীরকুৎসা শাখা, বাগমারা, রাজশাহী।
এআর