দেবীগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

  • দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৭:২৭ পিএম
দেবীগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

পঞ্চগড়: দেবীগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৪টায় পৌর সদরের গ্রীন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর শেখ ফরিদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতের মানবসম্পদ সম্পাদক বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শাহীদ আল ইসলাম।

[246580]

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসেন, জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক জাকিউর রহমান, দেবীগঞ্জ জামায়াতের সহকারী সেক্রেটারি লুৎফর রহমান, সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, দেবীগঞ্জ সদর ইউনিয়নে জামায়াতের আমীর কামরুজ্জামান রাজু, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবীর রাজু, দেবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।

এছাড়া দেবীগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের সম্মান জানাতেই জামায়াতে ইসলামী এই আয়োজন করেছে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

এআর

AddThis Website Tools