কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৮:০৩ পিএম
কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব

কুমিল্লা: ঈদকে কেন্দ্র করে শিশুদের আগ্রহের শেষ নেই। অভিভাবকরাও সাধ্যমত চেষ্টা করেন শিশুদের সমস্ত বায়না মেটাতে। তবে বঞ্চিত থেকে যায় অসহায় পথশিশু ও সুবিধা বঞ্চিত শিশুরা। তাদের মন ঈদের কোনো রঙেই ঠিক মতো রাঙে না।

এবার সুবিধা বঞ্চিত এই শিশুদের ঈদের রঙে রাঙাতে উদ্যোগ নিয়েছে কুমিল্লা 'দুর্বার বাংলাদেশ' সংগঠনের একদল তরুণ-তরুণী। শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব পালন করেছেন তারা।

বুধবার (২৬ শে মার্চ) কুমিল্লা রেলস্টেশন এলাকার প্রায় অর্ধ শতাধিক অসহায় ও পথ শিশুদের হাতে মেহেদীর আল্পনায় রাঙিয়ে দেয় তারা। এতে বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা। 

রাইসা নামের এক পথশিশু বলে, ‘আমরা গরিব মানুষ। প্রতি বছর ঈদে আমার বন্ধুরা মেহেদী হাতে দেয়। আমার কখনও সুযোগ হয়নি। এক আপু আমাকে আজ হঠাৎ করে মেহেদী লাগিয়ে দিলো। আমার খুব আনন্দ লাগছে।’ 

ফাইজা বলে, ‘আমার খুব আনন্দ লাগছে। আমাকে কেউ কোনোদিন এভাবে কাছে ডেকে হাতে মেহেদী রাঙিয়ে দেয়নি।’

[246637]

মেহেদী রাঙা উৎসবে অংশ নেওয়া তরুণী ফাহিমা সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আর কিছুদিন পর ঈদুল ফিতর। দিনটি সবার জন্য আনন্দের। আমরা চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। 

প্রমা নামে এক তরুণী বলেন, তাই এই শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিলাম। প্রতি বছর বাড়িতে ছোট ভাই বোনদের হাতে মেহেদী রাঙিয়ে দিই। তবে এবার সুবিধা বঞ্চিত শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিয়ে অনেক ভাল লাগছে। 

মেহেদী রাঙা উৎসব নিয়ে 'দুর্বার বাংলাদেশ' সংগঠনের উপদেষ্টা সাদমান সারার বলেন, ‘ঈদ সবার জন্য আনন্দের দিন। আমরা সবাই উদ্যোগ নিয়েছি এ বছর নিজে মেহেদী হাতে দেওয়ার পাশাপাশি গরিব, অসহায়, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব পালন করব। 

তিনি আরও বলেন, ‘এসব শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত। সমাজের সবাই যদি এসব শিশুদের ছোটো ছোটো আনন্দের ভাগিদার হয়ে যায়, তাহলে তাদের মলিন মুখেও নির্মল হাসি ফুটে উঠবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন 'দুর্বার বাংলাদেশ' সংগঠনের চেয়ারম্যান রাকিবুল আলম রিফাত, সভাপতি অমিত হাসান, পরিচালক আকিব হাসান, সদস্য আইয়ুব, মুন, বুসরাত, জাহান, নাহিদ, নাঈম, ওমর, মেহজাবীন, হুমাইয়া, নিশাত, ফয়সাল, তাহমিনা, শিফা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এআর

AddThis Website Tools