পিরোজপুর: ইন্দুরকানীতে স্বাধীনতা ও জাতীয় দিবসে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় উত্তোলন করেনি জাতীয় পতাকা। এবং করেনি কোনো অনুষ্ঠানও।
এ বিষয়ে 'সোনালী নিউজ' অনলাইন পোর্টালে একটি খবর প্রকাশিত হয়েছে। পরে খবরটি ছড়িয়ে পড়লে হাজী আলকাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী খানমকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।
[246687]
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে প্রকাশিত নোটিশে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে। আপনি ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিদ্যালয়ে পতাকা উত্তলনসহ অন্য কোনো কর্মসূচি পালন করেন নাই।
এ বিষয় নিয়ে সোনালী নিউজে সংবাদ প্রকাশ হয়েছে। সরকার নির্দেশিত এ কর্মসূচি পালন না করা রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের সামিল।
ইন্দুরকানী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল হাকিম বলেন, জাতীয় দিবস পালনের জন্য ১৮/০৩/২৫ ও ২৫/০৩/২৫ এ সকল প্রধান শিক্ষকদের বলা হয়েছিল। কিন্তু দিবসটি পালন না করায় হাজী আলকাজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থার জন্য সুপারিশ করা হবে না এ জন্য আগামী ৩ কর্মদিবসের মধ্যে তার মতামত দাখিল করিতে হবে।
এআর