ঈদযাত্রায় উত্তরের পথে নেই যানবাহনের চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

  • টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৭:৩৯ পিএম
ঈদযাত্রায় উত্তরের পথে নেই যানবাহনের চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঈদযাত্রায় সকাল থেকে যানবাহনের চাপ নেই। তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও গণপরিবহন পাচ্ছে না যাত্রীরা।

সকাল থেকে মহাসড়কের নগরজলফৈ, রাবনা ও এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ঘরমুখো মানুষের চাপ লক্ষ করা গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা গণপরিবহনগুলোর সিট খালি না থাকার সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। 

[246691]

উত্তরের ঘরমুখো মানুষ বলছে, সুযোগ বুঝে ৩০০ টাকার ভাড়া ৬০০ টাকার বেশি আদায় করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ নেই বলছেন যাত্রীরা।

এখন পর্যন্ত মহাসড়কে যানচলাচল স্বাভাবিক থাকলেও বিকেলে পর চাপ বাড়তে পারে বলে জানান কালিহাতির পুলিশ পরিদর্শক সার্কেল মো. মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে ৩৫ ঘন্টায় ৪৭ হাজারের অধিক যানবাহন পাড়াপাড় হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ৫৯০ টাকা।

এআর

AddThis Website Tools