বরিশালে বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত

  • বরিশাল প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০১:০২ পিএম
ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশালের গৌরনদীতে গ্রীনলাইন পরিবহনের একটি বেপরোয়া বাসের চাপায় জয় দত্ত (১২) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী ইউনিয়নের মব্বত আলী ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত জয় দত্ত গৌরনদী উপজেলার তাঁরা কুপি গ্রামের সুমন্ত দত্তের ছেলে। সে বার্থী বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জয় একটি ব্যাটারি চালিত অটো থেকে নেমে রাস্তা পার হচ্ছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা দ্রুতগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয় দত্তের। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত ঢাকা অভিমুখে পালিয়ে যায়।

বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। গাড়িটির খোঁজে আমাদের অভিযান চলছে। খুব শিগগিরই বাস এবং চালককে শনাক্ত করা সম্ভব হবে।

এসআই