এক ঘুষিতে মুদি দোকানদারকে মেরে ফেললেন কর্মচারী

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৮, ২০১৯, ০৯:৪৯ পিএম
ছবি সংগৃহীত

কুমিল্লা: পানির অপর নাম জীবন। আর সেই পানির জন্যই প্রাণ গেল এক মুদি দোকানদারের। টিউবওয়েল থেকে পানি নিতে বাধা দেয়ার জের ধরে মুদি দোকানি মো. রমিজ উদ্দিনকে খুন করা হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দিন ওই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।

পুলিশ জানায়, রমিজ উদ্দিন পেশায় মুদি দোকানদার। তিনি এক বছর আগে গোমতী বাঁধের ওপর দোকানের পাশে একটি টিউবওয়েল বসান। শনিবার প্রতিবেশী মনির হোসেনের দোকানের কর্মচারী টিউবওয়েল থেকে পানি নিতে আসলে বাধা দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে রমিজ উদ্দিনের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন মনির। কথা কাটাকাটির একপর্যায়ে মনির হোসেন ক্ষিপ্ত হয়ে রমিজ উদ্দিনকে কিল-ঘুষি মারলে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমিজকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানা পুলিশের ওসি (তদন্ত) মো. মেসবাহ উদ্দিন বলেন, নিহত রমিজ উদ্দিনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে থানায় মনির হোসেনকে আসামি করে মামলা করেছেন। তবে এখনো মনিরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই