নোয়াখালীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২০, ০১:১৩ পিএম

নোয়াখালী : নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ সামস্ উদ্দিন খালেক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলায় বিজ্ঞ আদালত ডাক্তারসহ ১১ জনের স্বাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন।  

দন্ডপ্রাপ্ত ব্যক্তি মো.ইব্রাহীম (৫০) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শূণ্যেরচর গ্রামের মুজিবর রহমানের বাড়ির আবদুল হাইয়ের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ১১ এপ্রিল রাত ৮টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শূণ্যেরচর বেড়িবাঁধের উপর গৃহবধূর বসতঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় গৃহবধূ (২১) কে ধর্ষণ করে ধর্ষক ইব্রাহীম। পরে হাতিয়া থানায় এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষক মো.ইব্রাহীম (৫০) এর বিরুদ্ধে (১২ এপ্রিল) ধর্ষণ মামলা দায়ের করে। নারী শিশু নির্যাতন দমন ২০০০ এর ৯এর ১ ধারায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত একমাত্র নির্ধারিত সাজা যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট মর্জুজা আলী পাটোয়ারী। আসামি পক্ষে ছিলেন, অ্যাডভোকেট আব্দুর রহমান,অ্যাডভোকেট আবু সাঈদ নোমান, অ্যাডভোকেট মোসলেউদ্দিন।

সোনালীনিউজ/এমআই/এএস