ঢাকা: ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও নিয়োগবঞ্চিত ২৫৩ সনদধারীকে শূন্য পদের বিপরীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন নিয়োগের সুপারিশ করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন- আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন- সহকারী অ্যাটর্নি জেনারেল নাছিমুল ইসলাম রাজু।
চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ১৩তম শিক্ষক নিবন্ধন সনদধারীদের ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে শূন্য পদের ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করার নিয়ম থাকলেও এনটিআরসি তা না করায় প্রাথমিকভাবে কিছু প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তাদের পক্ষে রায় দেন। ওই রায়ের আলোকে বর্তমান রিটকারীরা শূন্য পদের বিপরীতে নিয়োগের সুপারিশ প্রার্থনা করে রিট দায়ের করেন।
রিটকারীরা হলেন- মো. সুমন, মো. সাইফুল্লাহ্, মো. আব্দুল জলিল, মো. গোলজার হোসেন, মো. দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, রাহাতুল আশিকিন, মো. সোহেল, ফারুকুল ইসলাম, জসিম উদ্দিন, মো. বিল্লাল হোসেন, রাজিব রঞ্জন দাস, শহিদ আলম, কামরুন নাহার, মো. হাবিবুর রহমান, মো. জসিম উদ্দিন, জেসমিন আক্তার, রেজাউল করিম, মংশে মারমা, গোবিন্দ চন্দ্র দাসসহ ২৫৩ জন।
সোনালীনিউজ/এমএইচ