খালেদার নাইকো দুর্নীতি মামলার অভিযোগ শুনানি পেছাল

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ০২:২১ পিএম

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার শুনানি আগামী ২ আগস্ট পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (৫ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

এদিন বেগম খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তিনি বেগম জিয়ার পক্ষে শুনানি মুলতবি চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, খালেদা জিয়া অসুস্থ। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের পরামর্শ অনুসরণ করছেন।

আদালত খালেদা জিয়ার সশরীরে উপস্থিতি মওকুফ করায় মেসবাহ তার পক্ষে শুনানি করেন। আদালতকে তিনি আরো জানান, অসুস্থতার কারণে জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী আদালতে উপস্থিত হতে পারেননি। আগামী তারিখেও তিনি শুনানি করবেন।

আদালতের তথ্য অনুযায়ী, বিভিন্ন কারণে আসামিপক্ষ এ নিয়ে নাইকো দুর্নীতি মামলার শুনানির তারিখ ৪৪ বার পেছালো।

সোনালীনিউজ/এমটিআই