অরিত্রীর আত্মহত্যা

ফের পেছালো মামলার রায়

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩, ২০২৪, ০৩:৪২ পিএম

ঢাকা : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলার রায় আজ ঘোষণা করা হবে না। এ নিয়ে এ মামলার রায় পঞ্চমবার পেছালো।

এ মামলার দুই আসামিরা হলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখা প্রধান জিনাত আক্তার।

সোমবার (৩ জুন)  ঢাকার ১২তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছিলেন। কিন্তু এদিন বিচারক ছুটিতে থাকায় রায় ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মশিউর রহমান।

[224756

আইনজীবী মশিউর রহমান বলেন, আজ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। বিচারক ছুটিতে থাকায় রায় ঘোষণা হবে না। রায়ের পরবর্তী তারিখ পরে জানা যাবে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৮ সালের ৩ ডিসেম্বর পরীক্ষা চলাকালে অরিত্রীর কাছে মোবাইল ফোন পান শিক্ষক। মোবাইল ফোনে নকল করেছে এমন অভিযোগে অরিত্রীর মা-বাবাকে নিয়ে স্কুলে যেতে বলা হয়। দিলীপ অধিকারী তার স্ত্রী ও মেয়েকে নিয়ে স্কুলে গেলে ভাইস প্রিন্সিপাল তাদের অপমান করে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। অধ্যক্ষের কক্ষে গেলে তিনিও একই রকম আচরণ করেন। এ সময় অরিত্রী দ্রুত অধ্যক্ষের কক্ষ থেকে বের হয়ে যায়। পরে শান্তিনগরে বাসায় গিয়ে তিনি দেখেন, অরিত্রী তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় ও স্কুল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি প্রাথমিক প্রমাণ পাওয়ায় স্কুলের অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত করা হয়।

[224758]

এ ঘটনায় ২০১৮ সালের ৪ ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে মামলা দায়ের করেন।

এমটিআই