নীলফামারী: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নীলফামারী সৈয়দপুরে সংঘাতের ঘটনায় বিশেষ নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়ায় এইচএসসি পরীক্ষার্থী মোঃ মিনহাজ পায়েলকে (২০) জামিন দেয়া হয়েছে।
নীলফামারীর সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সহদেব চন্দ্র রায় শনিবার (০৩ আগষ্ট ) দুপুরে বিশেষ আদালত বসিয়ে মোঃ মিনহাজ পায়েলকে ৫০০ টাকা বন্ডে পুলিশ চার্জশীট না পাওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
মিনহাজ পায়েল সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট একাডেমি থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছেন। তিনি সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর বানিয়াপাড়া ইমদাদুল হকের পুত্র। মিনহাজ পায়েলকে তার নিজ বাসা থেকে ১৯ জুলাই রাতে সন্ধেহভাজন আসামী হিসাবে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ।
উল্লেখ, ১৮ জুলাই সৈয়দপুর পাঁচমাথা মোড়ে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যসহ প্রায় ৩০জন আহত হন। এঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ইতোমধ্যে ৩৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আইএ