আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের বললেন ‘বেশি বাড়া ভালো না’

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৮:৩৬ পিএম

ঢাকা: আসামি সালমান এফ রহমান, আনিসুল হক, দিপু মনি, জিয়াউল হক, এ এস এম ফিরোজকে আদালতে তোলা হলে বিএনপিপন্থি আইনজীবীরা ‘ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই’ বলে বিক্ষোভ করতে থাকেন। 

এ সময় সাবেক সংসদ সদস্য এ এস এম ফিরোজ বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশ করে বলেন, এত বেশি বার বাড়া ভালো না। তখন আইনজীবীরা আবারো বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকী বিক্ষুদ্ধ আইনজীবীদের শান্ত করার চেষ্টা করেন। 

আসামিদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা এখানে বেশি ভাব দেখাবেন না। এখানে আপনারা একিউজড এর মতো থাকেন। কারণ আপনারা ভাব দেখালে আইনজীবীরা আরো বিক্ষুব্ধ হয়ে পড়বে। এ সময় বাকি আসামিরা ডকে চুপ করে দাঁড়িয়ে ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এ আওয়ামী লীগ নেতা। দশম জাতীয় সংসদে তিনি চিফ হুইপ ছিলেন। একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশেনে ১নং প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ। দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে জয়ী হন তিনি।

আইএ