সুপ্রিম কোর্টে নতুন ইতিহাস গড়লেন দৃষ্টিহীন আইনজীবী মোশাররফ হোসেন 

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০৯:৫১ পিএম

ঢাকা: সুপ্রিম কোর্টে নতুন ইতিহাস গড়লেন দৃষ্টিহীন আইনজীবী মো. মোশাররফ হোসেন মজুমদার। যারা আইন পেশায় আসেন তাদের স্বপ্ন থাকে সিনিয়র অ্যাডভোকেট হওয়ার। সেই স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দে ভাসছেন মোশাররফ হোসেন মজুমদার।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটি আপিল বিভাগের ৫৪ জন আইনজীবীকে সিনিয়র তালিকাভুক্ত করেছেন। তার মধ্যে স্থান পেয়েছেন মোশাররফ। ফলে সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো দৃষ্টিহীন আইনজীবী সিনিয়র হিসেবে তালিকাভুক্ত হওয়া তিনিই প্রথম ব্যক্তি।

[233572]

বুধবার (২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ২৯১ জনকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

সিনিয়র আইনজীবীরা হলেন- মো. সাইদুর রহমান, শহীদুল ইসলাম, সৈয়দ এ বি মাহমুদুল হক, আবু তারিক, সিকদার মকবুল হক, এ কে এম মজিবুর রহমান, মো. হারুনার রশিদ, মকবুল আহমেদ, মো. শহীদুল করিম সিদ্দিক, মো. হেফজুল বারি, এ বি এম বায়েজিদ, শাহ মো. খসরুজ্জামান, মো. খালেদ আহমেদ, মো. খলিলুর রহমান, অমলেন্দু বিকাশ রায় চৌধুরী, গরিবে নেওয়াজ মুহাম্মদ, মো. মোশাররফ হোসেন মজুমদার, আবুল কাশেম এম ফজলুল হক খান, আব্দুল্লাহ আল মামুন, মো. ইসরাফিল হোসেন, মো. ফারুক (এম ফারুক), মো. হেলাল উদ্দিন মোল্লা, সৈয়দ মফিজুর রহমান, বিভাস চন্দ্র বিশ্বাস, মো. মফিজুর রহমান মজুমদার, মো. ফারুক আহমেদ, এ এইচ এম মুসফিকুর রহমান, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ হোসাইন, বশির আহমেদ, নিতায় রায় চৌধুরী, এম এ কাইয়ুম চৌধরী, মো. তৌফিক ইনাম, শাহ মোহাম্মদ জহিরুল হক, স্বাসতী সরকার, মোহাম্মদ আব্দুল হান্নান, মো. গোলাম মোস্তফা, সুব্রত শাহ, মো. জাকির হোসেন, মো. শামসুল হক, এম. মাকসুদুল ইসলাম, শেখ মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল হক, মো. ফজলুর রহমান, মো. আব্দুল হাই, এ জেড এম ফরিদুজ্জামান, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, নাহিদ ইয়াসমিন, মো. জাহাঙ্গীর কবীর, এ কে এম বদরুজ্জামান, ড. শরীফ মোহাম্মদ নুর উল্লাহ ভূইয়া, কে এস সলাহ উদ্দিন আহমেদ, শেখ মো. জাকির হোসেন ও মো. আসিফ হাসান।

[233554]

এবিষয়ে মোশাররফ হোসেন মজুমদার সাংবাদিকদের বলেন, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যোগ্যতার ভিত্তিতে ও নিরপেক্ষভাবে সিনিয়র অ্যাডভোকেট তালিকাভুক্ত করেছেন। এ কারণে অনেক বছর পর হলেও সিনিয়র অ্যাডভোকেট হতে পেরেছি। মাননীয় প্রধান বিচারপতির নিকট আমি কৃতজ্ঞ।

আইএ