আদালতে পক্ষে পাননি কোনো আইনজীবী, কারাগারে যেতে হলো আ. লীগ নেত্রীকে

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ১০:১৭ এএম

ঢাকা : আদালতে নিজের পক্ষে কোনো আইনজীবী না পাওয়ায় মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে চিফ জুডিশিয়াল আদালতে স্বর্ণালী জোয়ারদার রিয়াকে হাজির করা হলে তার জামিন শুনানিতে কোনো আইনজীবী না থাকায় আদালত তাকে কারাগারে পাঠান।

এর আগে শুক্রবার চাঁদাবাজি এবং সন্ত্রাসী হামলার অভিযোগে উপজেলার সারঙ্গদিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।  

শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী স্বর্ণালী জোয়ারদারের বিরুদ্ধে শ্রীপুর থানায় দায়েরকৃত মামলাটির বাদী একই উপজেলার সারঙ্গদিয়া গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী আবু সাইদ শেখ।

[237898]

মামলায় তার অভিযোগ নিজ দলে ভেড়াতে না পেরে রিয়া জোয়ারদার বাদীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন; কিন্তু না পেয়ে ২০২২ সালের ১২ মে তারিখ ভোর ৫টার সময় গ্রামের মধ্যে পেয়ে ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে একটি লোহার স্টিক বের করে তার ওপর হামলা চালায়।

এ দিকে আওয়ামী লীগ নেত্রী রিয়া জোয়ারদারকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করার খবর পাওয়ার পর জেলা জাতীয়তাবাদী ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন।

রিয়ার জামিনের জন্য চেষ্টা করছেন জানতে পেরে আবদুর রশিদ নামে একজন আইনজীবীর ওপর চড়াও হয় ছাত্রদল কর্মীরা । এ সময় প্রশান্ত নামে ওই আইনজীবীর একজন সহকারীকে মারধর করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনার পর আদালতে অন্য আইনজীবীরা উপস্থিত থাকলেও কেউই রিয়া জোয়ারদারের পক্ষে জামিনে অংশ না নেওয়ায় সন্ধ্যায় তাকে জেলহাজতে পাঠানো হয়।

এমটিআই