কামাল, নজরুলসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১২:৫৩ পিএম

ঢাকা : সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ পাঁচজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যরা হলেন- ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মোহাম্মদ আবুল হাসান ও মাইন উদ্দিন মিয়া।

বুধবার (১২ ফেব্রুয়ারি) শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন বলে ঢাকার আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী জানান।

এদিন তাদের আদালতে হাজির করে বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা।

[243775]

এরমধ্যে কামাল আহমেদ মজুমদারকে পল্লবী থানার হত্যা মামলায়, নজরুল ইসলাম মজুমদারকে বাড্ডা থানার হত্যা মামলায়, দিলীপ কুমার আগারওয়ালাকে গুলশান থানার হত্যা মামলায়, মোহাম্মদ আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় এবং মাইন উদ্দিন মিয়াকে পল্লবী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ৫ অগাস্ট ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এমটিআই