মহাসড়ক থেকে দুই ছিনতাইকারী আটক 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৯, ২০২৩, ০১:১১ পিএম

ঢাকা: কুমিল্লার দাউদকান্দির হাইওয়ে এলাকায় যাত্রীবাহী বাসে ছিনতাই করার সময়ে দুইজনকে আটক করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। 

রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি রাবেয়া ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলো নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওরালা এলারকার মোহাম্মদ রুবেল (২৭)  ও মোহাম্মদ আলামিন (৩১)।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. শামসুল আলম। 

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি থানার রাবেয়া ফিলিং স্টেশন এলাকায় হাইওয়ে পুলিশের একটি টহল দল ডিউটি করার সময় ঢাকা থেকে কুমিল্লার হোমনাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে বাসে ছিনতাই করছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। 

এই তথ্যের ভিত্তিতে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ বাসটি তল্লাশি করে যাত্রীদের সহায়তায় দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত লোহার পাইপ ও ছিনতাইকৃত ৩০ (ত্রিশ) হাজার টাকা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোনালীনিউজ/এআর